Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেনিয়ায় অপহৃত ৭৮ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৩:৪৪ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৪:২৬ PM

bdmorning Image Preview


কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কুল থেকে অপহৃত ৭৮ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার (৫ নভেম্বর) সকালে ওই ৭৮ শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা।

জানা গেছে, ৭৮ শিক্ষার্থীর সাথে একজন ড্রাইভারকে ছেড়ে দেয়া হয়েছে। তবে স্কুলটির প্রিন্সিপাল ও একজন শিক্ষককে এখনো  মুক্তি দেয়া হয়নি। 

এদিকে, শেষ খবর পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি কে বা কারা এই অপহরণের সাথে জড়িত ছিল। 

কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তাদেরকে পরিবারের কাছে ফেরত দেয়া হবে।

Bootstrap Image Preview