আরিফ চৌধুরী শুভ।।
জলের ভেতর জল দেখি
আলোর ভেতর আলো,
নিজের ভেতর নিজকে খুঁজি
ভাবছি কে আজ ভালো?
রঙিন রসে রক্ত দেখি
অন্ধকারে কালো,
জীবন দেখি পোড়ামাটি
মরণ দেখি ভালো।
লাশের ভেতর সত্য দেখি
বাঁশের ভেতর খালি,
গাধার খুরে ঘোড়ার চলন
উড়ছে মরুর বালি।
চোখের ভেতর চোখ দেখি না
মনের ভেতর মন
জলের সাথে তেল মেখে
ভাবছি এই জীবন।
মগবাজার// টিএন্ডটি কলোনী//০১.০৯.১০১৪