Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্টের রোডমার্চ নিয়ে হুঁশিয়ারি দিলেন কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৭:৪৫ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৭:৪৫ PM

bdmorning Image Preview


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, রোডমার্চের নামে জাতীয় ঐক্যফ্রন্ট অশান্তি সৃষ্টির চেষ্টা করলে রাজনৈতিকভাবে প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ ও প্রশাসন।

বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এক সভা শেষে এ কথা জানান তিনি।

কাদের বলেন, পদযাত্রা এবং রোডমার্চের নামে কোনো প্রকার সহিংসতা বা নাশকতা করার চেষ্টা করলে আমরা কিন্তু চুপচাপ থাকব না। আমরা সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। কিন্তু যেটা সহিংসতা, নাশকতা, অস্থিরতা, অশান্তির বিষয়- সেটা জনগণকে স্বস্তি দিতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিকভাবে আমরা প্রস্তুত।

ওবায়দুল কাদের আরও বলেন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে আমাদের কোনো আপত্তি নেই। সংলাপ এখন শেষ, কাজেই এখন তারা শান্তিপূর্ণ আন্দোলন করতেই পারে।

Bootstrap Image Preview