Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় পরিবার পরিকল্পনা বিভাগের মতবিনিময় সভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৭:২৫ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৭:২৫ PM

bdmorning Image Preview


শামীম খান, মাগুরা প্রতিনিধি: 

মাগুরা সদর উপজেলা মিলনায়তনে সদর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মতবিনিময় সভা করেছেন।

আজ বুধবার দুপুরে মাগুরা সদর উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুস্তম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুন্সী রেজাউল হক, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল হুদা, অধ্যক্ষ কামরুজ্জামান চাঁদ প্রমুখ।

অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Bootstrap Image Preview