Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সংলাপ: আগামীকাল সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ০৬:২৪ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ০৬:৫৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে আসছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন দুপুর ১ টায় গণভবনে সংবাদ সম্মেলন করে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অনুষ্ঠিত সংলাপ নিয়ে কথা বলবেন। সংলাপ–পরবর্তী সিদ্ধান্তও জানাবেন তিনি।

আজ বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ বিটু।

জানা যায়, সংবাদ সম্মলেনে প্রধানমন্ত্রী সংলাপ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেবেন।

প্রসঙ্গত, জাতীয় ঐক্যফ্রন্টের একটি চিঠির পরিপ্রেক্ষিতে ১ নভেম্বর তাঁদের সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রী। পরে সংলাপে অংশ নিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেয় বিকল্পধারা বাংলাদেশ ও জাতীয় পার্টি। সেই আলোচনার পরে গতকাল মঙ্গলবার দুপুরে ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ করেছেন প্রধানমন্ত্রী। এরপর ঐদিন বিকেলে বামপন্থী কয়েকটি দলের সঙ্গে সংলাপে অংশ নেন প্রধানমন্ত্রী।

এরপর আজ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বসে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সকাল ১০টা ১০ মিনিটে শুরু হওয়া এই সংলাপে নিজ নিজ জোটের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ড.কামাল হোসেন।

আজকের সংলাপে খালেদা জিয়ার মুক্তিসহ সাত দফা আবারও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন ঐক্যফ্রন্টের নেতারা।

Bootstrap Image Preview