আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে এবার জাতীয় প্যারেড স্কয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজ হবে না বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
জাতীয় বিজয় দিবস উপলক্ষে বুধবার (৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
মন্ত্রী জানান, বিজয় দিবসের অন্যান্য অনুষ্ঠান পালন হবে। কঠোর নিরাপত্তার মধ্যেদিয়ে রাষ্ট্রপতি, কূটনীতিকসহ ভিআইপিরা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীরশহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন।