Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে ড্রেজারে বালু উত্তোলন, হুঁমকিতে রাস্তাসহ ফসলি জমি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০৯:৪৯ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০৯:৪৯ PM

bdmorning Image Preview


ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় রামকান্তুপুর ইউনিয়নের রামকান্তুপুর গ্রামে চাষাবাদের জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। ফলে গ্রামের পাকা রাস্তাসহ প্রতিবেশীর জমি ভেঙে পড়ছে।

গভীরভাবে বালু উত্তোলনের ফলে রামকান্তুপুর থেকে ময়েনদিয়া যাওয়ায় পাকা রাস্তার ও প্রতিবেশির চাষাবাদের ধানী জমি হুঁমকির মুখে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রামকান্তুপুর গ্রামের আফছার মোল্যার ছেলে হোসেন মোল্যা ও দেলোয়ার মোল্যা পাকা রাস্তার পাঁশে ধানী জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। এতে প্রতিবেশি একই গ্রামের মৃত মুনছুর মোল্যার ছেলে কুদ্দুস মোল্যার ফসলি জমি ভাঙ্গণ ধরেছে।

স্থানীয়রা জানিয়েছে, এখানে গভীরভাবে বালু উত্তোলন করলে পাঁশের পাকা রাস্তা ভাঙনেরও হুঁমকিতে থেকে যায়। এক জনের সুবিদের জন্যে পরিবেশের  ক্ষতি হোক এটা আমরা চাই না। এ ড্রেজারটা বন্ধ হওয়া উচিত।

কুদ্দুস মোল্যা অভিযোগ করে বলেন, যে জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে তার তিন পাশ দিয়ে আমার জমি মাঝখানে তাদের কয়েক শতাংশ জায়গা রয়েছে। এখান থেকে বালু উত্তোলন করলে আমার ফসলি জমি ভেঙে বিলীন হয়ে যাবে। এ ড্রেজার বন্ধের জন্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত করেছি। আশা রাখি এর একটা সুষ্ঠু সমাধান হবে।

এ ব্যাপারে বক্তব্য জানতে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Bootstrap Image Preview