ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের অফিস ও গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার অভিযোগে এক হুমকিদাতাকে গ্রেফতার করেছে ডিএমপি’র সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ। গ্রেফতারকৃতের নাম রাজিব উদ্দিন(৩০)। ৪ নভেম্ভর, রাজবাড়ীর পাংশা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ সূত্রে জানানো হয়, US Embassy থেকে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের ই-মেইলে অভিযোগ আসে যে, ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের মহামান্য রাষ্ট্রদূতের অফিস ও গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মর্মে হুমকি প্রদান করে। ইমেইলের সূত্র ধরে কাজ শুরু করে ডিএমপি’র সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ।
স্থানীয় থানা পুলিশের সহায়তায় রাজবাড়ী জেলার পাংশা থানার সাতবাড়ীয়া গ্রাম থেকে রাজিব উদ্দিনকে গ্রেফতার করে ডিএমপি’র সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ।
জিজ্ঞাসাবাদকালে সে স্বীকার করে নিজের মোবাইল ব্যবহার করে ইমেইলের মাধ্যমে মিথ্যা পরিচয় দিয়ে হুমকি প্রদান করেছিল। গ্রেফতারকৃত রাজিবের বিরুদ্ধে ডিএমপি’র গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।
গত ৪ নভেম্বর, ২০১৮ মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেফতারকৃত রাজিবকে ৭ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।