Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে সমাহিত হলেন মাউশির মহাপরিচালক মাহাবুবুর রহমান

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০২:৪৩ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০২:৪৩ PM

bdmorning Image Preview


মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. মাহাবুবুর রহমানকে ফরিদপুরে দাফন করা হয়েছে।

এর আগে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। 

সেখানে ঢাকা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড,ফরিদপুর জেলা প্রশাসন, ফরিদপুর প্রেসক্লাব, সরকারি রাজেন্দ্র কলেজ,সরকারি এম,এম কলেজ, হাজী আবুল হোসেন কলেজ, বিএনসিসি কন্টিনজেন্ট রাজেন্দ্র কলেজ ইউনিট ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জানাজা শেষে তাঁকে ফরিদপুরের আলীপুর কবরস্থানে সমাহিত করা হয়।

উল্লেখ্য, শনিবার (৩ নভেম্বর) দুপুর ১২ টা ২০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে গত ২৪ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে ‘ইসিএমও’ সাপোর্টসহ লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

গত ১৯ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে প্রচন্ড জ্বরে আক্রান্ত হন মহাপরিচালক অধ্যাপক মাহাবুবুর রহমান। সেদিন রাতেই পরিস্থিতির অবনতি হলে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএসএমইউ) ভর্তি করা হয়। গত ২০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত তাঁকে অক্সিজেন দিয়ে কেবিন ব্লকের ৭ম তলার আইসিইউতে রাখা হয়েছিল। এরপর গত ২৩ সেপ্টেম্বর অবস্থার অবনতি হলে তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়।

Bootstrap Image Preview