Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সহজ ম্যাচে কঠিন জয় পেল ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৯:৩৮ AM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৯:৩৮ AM

bdmorning Image Preview


টি-২০ ক্রিকেটে যেখানে দু’শো রানের লক্ষ্য মাত্রাও কম মনে হয়, সেথানে ১১০ রানের জয়ের লক্ষ্য নিতান্ত সহজ মনে হওয়াই স্বাভাবিক৷ স্পোর্টিং পিচ বটে, তবে ব্যাটসম্যানদের আতঙ্কিত করার মতো জুজু ছিল না ইডেনের বাইশগজে৷ তা সত্ত্বেও অপেক্ষাকৃত সেই সহজ কাজটাই কঠিন করে সম্পন্ন করে টিম ইন্ডিয়া৷ প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের তোলা ১০৯ রান টপকে যেতে ভারত খরচ করে ১৭.৫ ওভার৷ তার জন্য তাদের খোয়াতে হয় ৫টি উইকেট৷

টেস্ট ও ওয়ান ডে সিরিজের দখল নেওয়ার পর ক্রিকেটের নন্দন কাননে ৫ উইকেটে জয় দিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু করে ভারত৷

ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ৷নির্ধারিত ২০ ওভার ব্যাট করলেও ৮টি উইকেট হারাতে হওয়ায় বড়া রানের ইনিংস গড়ে তোলা সম্ভব হয়নি তাদের পক্ষে৷ টি-২০ অভিষেককারী ফ্যাবিয়ান অ্যালেন ছাড়া বলার মতো রান করতে পারেননি কেউই৷ ভারতের সব বোলাররাই নিয়ন্ত্রিত বোলিং করলেও বিশেষ করে কুলদীপ যাদবের সামনে নিতান্ত আসহায় দেখায় ক্যারিবিয়ানদের৷

ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের একবারের জন্যও স্বস্তিতে দেখায়নি৷ শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ৷ বরং বলা ভালো ভারতীয় বোলাররা পালা করে উইকেট তোলার ধারাবাহিকতা জারি রাখে গোটা ইনিংস জুড়ে৷

দীনেশ রামদিন মাত্র ২ রান করে উমেশ যাদবের বলে উইকেটকিপার কার্তিকের দস্তানায় ধরা পড়েন৷ শাই হোপ ১৪ রান করে হেটমায়ারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন৷ ১০ রান করে হেটমায়ার উইকেট দেন বুমরাহকে৷ মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ পোলার্ডের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন অভিষেককারী ক্রুণাল পান্ডিয়া৷ ড্যারেন ব্র্যাভো (৫), রোভম্যান পাওয়েল (৪) ও কার্লোস ব্রাথওয়েটকে (৪) পর পর ফিরিয়ে দেন কুলদীপ যাদব৷ দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করে খলিল আহমেদের প্রথম আন্তর্জাতিক টি-২০ শিকার হন অ্যালেন৷ কীমো পল ১৫ ও পিয়ের ৯ রান করে অপরাজিত থাকেন৷

কুলদীপ ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন৷ চার ওভারের কোটা পূরণ করা বাকি চার বোলার উমেশ যাদব, খলিল আহমেদ, ক্রুণাল পান্ডিয়া ও জসপ্রীত বুমরাহ নেন একটি করে উইকেট৷

জবাবে ব্যাট করতে নেমে ভারতকেও শুরুতে নড়বড়ে দেখায়৷ পয়া ইডেনে রোহিত শর্মা আউট হন মাত্র ৬ রান করে৷ শিধর ধাওয়ানের ব্যাড প্যাচ কাটার লক্ষণ নেই৷ তিনি আউট হন ৩ রান করে৷ ঋষভ পন্ত নিজের প্রিয় টি-২০ ফর্ম্যাটে ফিরে ১ রানের বেশি যোগদান রাখতে পারেননি দলের ইনিংসে৷

ডাগআউটে দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরে লোকেশ রাহুলের সংগ্রহ ১৬ রান৷ একদা নাইট রাউডার্সের হয়ে ইডেন মাতানো মাণীশ পান্ডে আউট হন ১৯ রান করে৷ অভিষককারী ক্রুণালকে নিয়ে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক৷ নিজের আইপিএল হোম গ্রাউন্ডে কার্তিক অপরাজিত থাকেন ৩১ রানের কার্যকরী ইনিংস খেলে৷ ক্রুণাল নটআউট থাকেন ব্যক্তিগত ২১ রানে৷ম্যাচের সেরার পুরস্কার উঠেছে কুলদীপের হাতে৷

Bootstrap Image Preview