Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্যুটকেসে ভরে খাশোগির টুকরো টুকরো লাশ সৌদি নেওয়া হয়!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৭:১৯ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৭:১৯ PM

bdmorning Image Preview


আলোচিত সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর তার লাশ টুকরো টুকরো করা হয়। পরে স্যুটকেসে করে কন্স্যুলেট ভবন থেকে লাশ সরানো হয়। লাশের টুকরোগুলো পাঁচটি স্যুটকেসে ভরে সৌদি নিয়ে যাওয়া হয়।

তুরস্কের প্রভাবশালী ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ’র বরাত দিয়ে আল-জাজিরা এ খবর দিয়েছে। এর আগে তার লাশ পুড়িয়ে দেয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছিল বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

জামাল খাশোগির নিখোঁজ হওয়ার দিন মাহির মুতরিব ইস্তান্বুল থেকে ব্যক্তিগত বিমানে করে সৌদি গিয়েছিলেন। ওই বিমানে করেই খাশোগির লাশের টুকরোগুলো নিয়ে যাওয়া হয়েছে বলে খবরে বলা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি রবিবার জানিয়েছে, লাশের টুকরো স্যুটকেসে ভরার পর সেগুলোকে সৌদি কনসাল জেনারেলের বাসভবনে নেয়া হয়। ওই বাসভবন সৌদি কন্স্যুলেট ভবনের কাছেই অবস্থিত।

তুর্কি সরকারি কর্মকর্তারা বলেছেন, ১৫ সদস্যের যে ঘাতক দল এসেছিল তার মধ্যে মাহের মুতরেব, সালাহ তুবেইগি ও সায়েরুল হারবি সাংবাদিক জামাল খাশোগির লাশ টুকরো টুকরো করেছে এবং তারাই কন্স্যুলেট ভবন থেকে স্যুটকেসগুলো সরিয়ে নেয়।

এর আগে গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কন্স্যুলেটে জরুরি কাগজপত্র আনতে গেলে ওই ভবনে ঢোকার পরপরই জামাল খাশোগিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

Bootstrap Image Preview