আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএলে)কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠে আর দেখা যাবে না বীরন্দ্র শেবাগকে। প্রথমে ক্রিকেটার ও পরে মেন্টর এবং ক্রিকেট সংক্রান্ত ডিরেক্টরের পদে ছিলেন তিনি। শনিবার জানিয়ে দিলেন তিনি আর কোনও ভাবেই পঞ্জাবের আইপিএল দলের সঙ্গে থাকতে পারছেন না।
শনিবার নিজের টুইটারে তিনি জানিয়ে দেন, ‘‘সব ভাল কিছুরই শেষ আছে। কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে ক্রিকেটার হিসেবে দু’বছর ও মেন্টর হিসেবে তিন বছর খুব ভাল সময় কাটিয়েছি। এ বার সেই সম্পর্কের ইতি টানতে হচ্ছে। তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।’’
আইপিএলের শুরু থেকে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলার পরে তিনি কিংস ইলেভেনে যোগ দেন ২০১৪-য়। দু’বছর দলের ক্রিকেটার হিসেবে থাকার পরে ২০১৬ থেকে তিনি ছিলেন দলের মেন্টর ও কর্তা।