Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শোকরানা মাহফিলে যাবেন যেভাবে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ১০:১৯ AM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১০:১৯ AM

bdmorning Image Preview


কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ সনদ দাওরায়ে হাদিসকে (তাকমিল) সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির সমান স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ সংবর্ধনা দেবেন এ সেক্টরের আলেমরা। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ঘীরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। থানা পুলিশ, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ ছাড়াও আয়োজক আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন।

এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ট্রাফিক বিভাগ। তাহলে আসুন জেনে নিই

কীভাবে সোহরাওয়ার্দী উদ্যানে যেতে হবে:

ডিএমপি হেডকোয়ার্টার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে ঢাকা শহরসহ সারা দেশের কওমি মাদ্রাসার কয়েক লাখ লোক বাস, ট্রেন ও লঞ্চযোগে ওই দিন ভোর থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবেন। সে ক্ষেত্রে সর্বসাধারণকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানস্থল এবং এর আশপাশের এলাকা দিয়ে ভারী বা হালকা যানবাহনসহ যাতায়াত পরিহার করতে ডিএমপি অনুরোধ জানিয়েছে।

ট্রাফিক নির্দেশনা- গাবতলী, মিরপুর রোড হয়ে আসা ব্যক্তিরা সায়েন্সল্যাব-নিউমার্কেট হয়ে নীলক্ষেতে নেমে পায়ে হেঁটে টিএসসি হয়ে বিভিন্ন গেট দিয়ে উদ্যানে প্রবেশ করবেন এবং তাদের বাসগুলো বিশ্ববিদ্যালয়ের মল চত্বর ও নীলক্ষেত হতে পলাশী পর্যন্ত রাস্তার উভয় পাশে এক লাইনে পার্কিং করবেন।

উত্তরা থেকে এয়ারপোর্ট রোড হয়ে মহাখালী, মগবাজার, কাকরাইল চার্চ, রাজমনি ক্রসিং, নাইটেংগেল, পল্টন মোড়, জিরো পয়েন্ট অথবা খিলক্ষেত ফ্লাইওভার, বাড্ডা, গুলশান, রামপুরা রোড, মৌচাক ফ্লাইওভার, মালিবাগ, শান্তিনগর, রাজমনি ক্রসিং, নাইটেংগেল হয়ে পল্টন মোড় বা জিরো পয়েন্ট হয়ে আগত ব্যক্তিবর্গ পল্টন মোড় বা জিরো পয়েন্টে নামবে। এরপর পায়ে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে যাবেন। তাদের বাসগুলো মতিঝিল এলাকায় পার্কিং করবেন।

উল্লেখ্য, উত্তরা বা এয়ারপোর্ট থেকে আসা গাড়িগুলোর পার্কিং স্থান মতিঝিল বা গুলিস্তানে সংকুলান না হলে প্রয়োজনে হাতিরঝিল এলাকায় পার্কিং করা হতে পারে।

চট্টগ্রাম, সিলেট থেকে যাত্রাবাড়ী হয়ে এবং দক্ষিণাঞ্চল থেকে পোস্তগোলা হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে আগত ব্যক্তিরা গুলিস্তানে নেমে পায়ে হেঁটে জিরো পয়েন্ট ও দোয়েল চত্বর হয়ে অনুষ্ঠানস্থলে যাবে।

বাসগুলো মতিঝিল বা গুলিস্তান এলাকায় পার্কিং করবে। যারা মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে চানখাঁরপুল হয়ে আসবেন তারা চানখাঁরপুল নেমে পায়ে হেঁটে দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন। তাদের বাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে পার্কিং করবেন।

বাবুবাজার ব্রিজ হয়ে আগত ব্যক্তিরা গোলাপশাহ মাজারে নেমে পায়ে হেঁটে হাইকোর্ট-দোয়েল চত্বর হয়ে উদ্যানের বিভিন্ন গেট দিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করবেন এবং তাদের বাসগুলো গুলিস্তান এলাকায় পার্কিং করবেন।

শাহবাগ থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়ক সর্বসাধারণের চলাচলের জন্য বন্ধ থাকবে এবং সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীসহ সম্মানিত ব্যক্তিবর্গের গমনাগমন উপলক্ষে ওই দিন ভোর থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠানস্থলের চারপাশের বিভিন্ন ইন্টারসেকশন যেমন- বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, শাহবাগ, কাঁটাবন, নীলক্ষেত, পলাশী, বকশীবাজার, চানখাঁরপুল, গোলাপশাহ মাজার, জিরো পয়েন্ট, পল্টন, কাকরাইল চার্চ, অফিসার্স ক্লাব, মিন্টো রোড ক্রসিংগুলো থেকে গাড়ি ডাইভারশন দেয়ার প্রয়োজন পড়তে পারে।

অনুষ্ঠানস্থলে আগত ব্যক্তিদের কোনো ধরনের হ্যান্ডব্যাগ, ট্রলিব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো কোনো বস্তু বহন না করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Bootstrap Image Preview