Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে ভারতীয় ১৪ লাখ রুপিসহ ব্যবসায়ী আটক

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৩:২৯ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৩:২৯ PM

bdmorning Image Preview


লালমনিরহাটে ভারতীয় ১৪ লাখ রুপিসহ আবু সালেহ (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়। শনিবার সকালে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আটক আবু সালেহ রাজধানী ঢাকার ফার্মগেট তেঁজকুনিপাড়া (১৬৩/৬) এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। তার তৈরি পোশাকের ব্যবসা রয়েছে বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে তিস্তা সড়ক সেতু টোলপ্লাজা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে তল্লাশি করলে আবু সালেহ’র শরীরে ও ট্রাভেল ব্যাগ থেকে ১৪ লাখ ভারতীয় রুপি জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার দুপুরে লালমনিরহাট জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview