Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে অন্ত:সত্বা দুই নারীসহ ৬ জনকে পিটিয়ে আহত

নাঈমুল হাসান,টঙ্গী (গাজীপুর):
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৩:২৪ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৯:৪০ AM

bdmorning Image Preview


গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী নিকটবর্তী সুকুন্দির বাগ এলাকায় পূর্ব বিরোধের জেরে গত শুক্রবার সন্ধ্যায় দু’অন্ত:সত্বা নারী সহ পাঁচ জনকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহতদের সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল তাদের নিজ জমিতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে কাশেম সরকার ও  সুমন সরকার নেতৃত্বে ১২-১৪ জনের একটি সন্ত্রাসীদল লাঠি ও লোহার রড নিয়ে তাদের ওপর ঝাপিয়ে পড়ে বেধরক মারধর করে গুরুতর আহত করে। এ সময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে সকলকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার সরকারী হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত হালিম চৌধুরি তার স্ত্রী ৯ মাসের অন্ত:সত্বা সীমু চৌধুরি, বোন ৭ মাসের অন্ত:সত্বা জড়িনা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় পূবাইল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

আহতরা হলেন, হালিম চৌধুরি (৩২), তার স্ত্রী ৯ মাসের অন্ত:সত্বা সীমু চৌধুরি (২৫), বোন ৭ মাসের অন্ত:সত্বা জড়িনা আক্তার (২৩), নাদিম, আজিম ও দুলাল।

Bootstrap Image Preview