Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ আটক ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০২:৩৮ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০২:৫১ PM

bdmorning Image Preview


পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে ৬৩০ পিস ইয়াবাসহ মো. হীরা হাওলাদার ও ফিরোজ আলম নামের দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিকে হোটেল সী-বিচ ইন্টারন্যাশনালে আভিযান চালিয়ে ২০৩ নম্বর রুম থেকে ইয়াবাসহ তাদের আটক করে। আটককৃতদের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রামে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ফিরোজ আলমসহ এই চক্রটি দীর্ঘদিন ধরে এ উপজেলার বিভিন্ন স্থানে ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিল। এ চক্রটিকে ধরার জন্য পুলিশ গত তিন দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার গভীর রাতে ওই আবাসিক হোটেলের রুম থেকে এদের দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। 

মহিপুর থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে। 

Bootstrap Image Preview