Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উ. কোরিয়ায় নারীরা যৌন খেলনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১০:৫৩ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১০:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


উত্তর কোরিয়ায় নারীদের যৌন খেলনা হিসেবে বিবেচনা করা হয়। সেখানে নারীদের কোনো সম্মান দেয়া হয় না। নারীকে মানুষ হিসেবেই বিবেচনা করা হয় না। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা নারীদের কাছে এমন তথ্য পেয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। বিবিসি।

উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ৬২ জন নারীর সাক্ষাৎকারভিত্তিক একটি প্রতিবেদন তৈরি করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সেখানে নারীরা নিজেদের ভয়ানক অভিজ্ঞতার বর্ণনা করেছেন। সংস্থাটি জানিয়েছে, এর মাধ্যমে বিশেষ করে ক্ষমতাধর পুরুষদের হাতে নিপীড়নের উন্মুক্ত সংস্কৃতি, গোপন নিপীড়নের তথ্য উন্মোচিত হয়েছে।

যৌন নিপীড়নকারীদের মধ্যে রয়েছে দেশটির ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা, কারারক্ষী, পুলিশ ও সেনা সদস্য। ওহ জুং-হি নামে ৪০ বছরের এক নারী বলেছেন, ‘তারা আমাদের যৌন খেলনা হিসেবে বিবেচনা করে। আমরা পুরুষদের দয়ার ওপরে আছি।’

Bootstrap Image Preview