Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হত্যার পর খাসোগিকে পুড়িয়ে ছাই করা হয়েছে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৮:০৬ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৮:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর তার মৃতদেহ পুড়িয়ে ছাই করে ফেলা হয়েছে। মৃতদেহে অ্যাসিড দিয়ে পোড়ানো হয় বলে তুরস্ক সরকারের এক উপদেষ্টা জানিয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। ওয়াশিংটন পোস্ট ছাড়াও আরটিই, দ্য ইন্ডিপেনডেন্টসহ বেশ কয়েকটি গণমাধ্যমে একই খবর প্রকাশ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, সাংবাদিক জামাল খাসোগি সৌদি কনস্যুলেটে প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হয়। এরপর তার দেহ কেটে টুকরো টুকরো করা হয়। দেহের টুকরোগুলো একটি পাত্রে রেখে তাতে অ্যাডিস ঢালা হয়। পরে তাতে আগুন দিয়ে ভস্মীভূত করা হয়।

তুরস্ক সরকারের উপদেষ্টা ইয়াসিন আক্তে শুক্রবার ওয়াশিংটন পোস্টকে বলেন, তারা (হত্যাকারীরা) শুধু খাসোগির লাশ কেটে টুকরা টুকরা করেনি, অ্যাসিড দিয়ে পুড়িয়ে তার লাশ বিলীন করে দেয়।

উল্লেখ্য, সাংবাদিক জামাল খাসোগি গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর খুন হন। শুরুতে বিষয়টি অস্বীকার করলেও ১৯ অক্টোবর ঘটনার সত্যতা স্বীকার করে সৌদি কর্তৃপক্ষ।

Bootstrap Image Preview