Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মো. নাজমুল হোসেন, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১২:৫৪ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১২:৫৪ PM

bdmorning Image Preview


ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্ড গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে কালীগঙ্গা নদীতে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন, শোল্লা ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নৌকা বাইচ গ্রাম-গঞ্জের একটি ঐতিহ্য। এই ঐতিহ্যকে ঠিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব। যদিও এখন নৌকা বাইচের মৌসুম নয়, তার পরেও হঠাৎ এই আয়োজন গ্রামের উৎসবের সৃষ্টি করেছে।

সাধারণ সম্পাদক আরো বলেন, সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী মীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে, তা না হলে বাংলাদেশের উন্নয়ন থমকে যাবে। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনা সরকারের ক্ষমতা আবারো দরকার। সেজন্যে দলমত নির্বিশেষে আওয়ামী লীগের জন্য কাজ করতে হবে।

ইউপি সদস্য সফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, শেখ কালু বেপারী, ডা. শেখ শাহিন আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মো. আবুল বাসার প্রমুখ।

Bootstrap Image Preview