Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৫ নভেম্বর সরকারের সাথে জাতীয় পার্টির সংলাপ অনুষ্ঠিত হবে: জাপা মহাসচিব

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১১:৩২ AM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১১:৩২ AM

bdmorning Image Preview


শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে করা যায় তা নিয়ে কাজ করছে জাতীয় পার্টি। ৫ নভেম্বর সরকারের সাথে জাতীয় পার্টির সংলাপ অনুষ্ঠিত হবে। আর সেখানেই এ বিষয়গুলো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান জাপা মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার। 

জাপা মহাসচিব বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে পটুয়াখালী ডিসি স্কোয়ারে স্থানীয় অসচ্ছল মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

জেলা জাতীয় পার্টির সভাপতি সুলতান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না এমপি।

এসময় পটুয়াখালী ডিসি মঞ্চে প্রায় ১০ হাজার অসচ্ছল মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন জাপা মহাসচিব।
 

Bootstrap Image Preview