বন্দরবানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোয়াংছড়ি ও আলীকদম উপজেলার ফায়ার স্টেশন উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বান্দররবান জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আলীকদম ও রোয়াংছড়ি উপজেলায় ফায়ার সর্ভিস ও সিভিস ডিফেন্স ষ্টেশন, আলীকদম সেনানিবাস এলাকায় মাতামুহুরী নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পকের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক মো: দাউদুল ইসলাম, পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুমদার, সিভিল সার্জন অংসালু মারমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নোমান হোসেন প্রিন্স, বান্দরবান জেলা মোটর যান কর্মকর্তা ফাহাদ সিকদারসহ সরকারী-বেসরকারী অফিসের উর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শেষে বলেন, সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আর এসব কাজে বান্দরবানের মত দূর্গম এলাকাগুলোও বর্তমানে আর পিছিয়ে নেই। সকল উন্নয়নের ছৌঁয়া বান্দরবানের অনাচে কানাছে করা হয়েছে। দেশের ৬৪টি জেলার জন্য তিনি মন প্রানে কাজ করে যাচ্ছেন। তার ইচ্ছা বাংলাদেশ একদিন সত্যিই স্বপ্নের ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করা এবং বাংলার সকল মানুষের মুখে হাঁসি ফুটানো। তাই দেশের উন্নয়নে সকল জেলার মানুষকে এক যোগে কাজ করে যাওয়া আহ্বান করেন। সকলের সম্বমিলিত প্রচেষ্টা দিয়ে এক যোগে কাজ করে গেলে দেশ একদিন উন্নতির দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন।