চট্টগ্রামের যাত্রীবাহী হানিফ এন্টারপ্রাইজের একটি এসি বাস থেকে ৩ হাজার ৮'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল আমিন (১৯) নামে একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ।
৩০ অক্টোবর রাত ৯.৪০ টায় কোতয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার ব্রীজঘাট এলাকা হতে হানিফ এন্টারপ্রাইজের গাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে হানিফ এন্টারপ্রাইজ বাসের হেলপার। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানার বেরুন্ধি গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আল আমিন জানায়, কক্সবাজার কলাতলীর হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের সামনে হতে সোহেল নামক একজন অজ্ঞাত ব্যক্তি বাস ছাড়ার পূর্বে তাকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো এবং চুম্বকসহ ইয়াবা ট্যাবলেটের প্যাকেটটি ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেয়। বিনিময়ে তাকে পাঁচ হাজার টাকা দেয়ার কথা বলে। সে প্রস্তাবে রাজি হয়ে উক্ত ব্যক্তির দেখানো মতে গাড়ির পেছনের ডান পাশের চাকার উপরে বিশেষ কায়াদায় চুম্বকের সাহায্যে ইয়াবা ট্যাবলেটের প্যাকেটটি গাড়ির বডিতে আটকিয়ে দেয়।
জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, ঢাকায় যাওয়ার পর আরামবাগ বাসস্ট্যান্ড হতে আরমান নামের একজন অজ্ঞাত ব্যক্তি উক্ত ইয়াবা ট্যাবলেটের প্যাকেটটি বুঝে নেওয়ার কথা ছিল।
গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।