Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৌদিকে খাশোগির লাশ খুঁজে বের করতে হবে: জাতিসংঘ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৮:০৫ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৮:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যার তদন্তে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করার দাবি জানিয়েছে জাতিসংঘ। সৌদির কাছে খাশোগির লাশ খুঁজে বের করার দাবিও জানিয়েছে সংস্থাটি। বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মিশেল ব্যাচলেট এক বিবৃতিতে এ কথা বলেছেন।  

মিশেল ব্যাচলেট বলেছেন, খাশোগি হত্যার তদন্তে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণ জরুরি। তাদেরকে সবধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে এ হত্যাকাণ্ডের সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করতে দিতে হবে।

সৌদি আরবের কাছে খাশোগির মরদেহের সন্ধান চেয়ে এ সংক্রান্ত যাবতীয় তথ্য জনসম্মুখে প্রকাশ করারও দাবি জানিয়েছেন তিনি।তিনি বলেন, তদন্তের জন্য খাশোগির মরদেহ উদ্ধার করা অত্যন্ত জরুরি। কেননা তার মরদেহের ফরেনসিক টেস্ট ও ময়নাদন্তের মাধ্যমে এই অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করা সম্ভব হবে।

Bootstrap Image Preview