আরিফ চৌধুরী শুভ।।
আগে সত্যি মানুষ ছিলাম
এখন আছি অল্প,
আগের কথা সবার কাছে
এখন শুধু গল্প।
চলতো মানুষ রথের গাড়ি
থাকতো কাঁচা বাড়ি,
খাওয়া দাওয়ায় মাটির বাসন
রাঁধতো মাটির হাঁড়ি।
মাটির সাথে মাটির ছেলের
চলতো লাঙল খেলা,
সকাল বেলার পান্তা খেয়ে
কাটতো সারা বেলা।
সন্ধ্যায় পাখির কিচিরমিচির
নেইতো সবুজ মাঠ,
কচুরির ফুলে ভরা পুকুর
সানবাঁধানো ঘাট।
নদীর জলে ঢেউ খেলে না
সুর তুলে না মনে,
সুর তুলে না তবলা বাঁশি
কৃত্রিম এই প্রাণে।
পুকুর নদী মাছে ভরা
গোয়াল ভরা গাভী,
নেইতো পুকুর ভরা দুপুর
শুধুই এখন ভাবি।
জোৎস্না রাতে মাদুর পেতে
দাদুর মুখের গল্প,
আগে সত্যি মানুষ হলেও
এখন আছি অল্প।
তারিখ: ৩০/০৮/২০১৩।। বেইলীরোড।।