Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চৌহালীতে 'উন্নয়নে বাংলাদেশ' শীর্ষক সাংস্কৃতি উৎসবে বর্ণাঢ্য র‍্যালি 

ইদ্রিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০১:০৯ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০১:০৯ PM

bdmorning Image Preview


উপজেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জের চৌহালীতে "উন্নয়নে বাংলাদেশ" শীর্ষক সাংস্কৃতি উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে ৷

মঙ্গলবার (৩০ অক্টোবর) চৌহালী সরকারি কলেজ ক্যাম্পাস থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানওয়ার হোসেনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয় ৷

এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবাইদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মজনু মিয়া, যুব উন্নয়ন অফিসার এ কে এম ফজলুল হক, ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিব, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম হাসান, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তারসহ প্রমুখ ৷

সারাদেশের ন্যায় চৌহালীতেও সাংস্কৃতি উৎসব সফল করতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা র‍্যালিতে অংশগ্রহণ করে ৷ পরে স্থানীয় শিল্পীরা প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে গান গেয়ে আগত দর্শকদের আনন্দ দেয় ৷

Bootstrap Image Preview