কুষ্টিয়ার পুলিশের সঙ্গে পৃথক দুটি বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১৭শত পিস ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতের কুষ্টিয়া জেলার সদর উপজেলার কবুরহাট এবং দৌলতপুর উপজেলার বাঁধের বাজার এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই উপ-পরিদর্শকসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত দুইজনই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বলেন, রাত ৩টার দিকে খবর আসে সদর উপজেলার কুবরহাট এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি চলছে। এমন সংবাদের ভিত্তিতে মডেল থানার একদল ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পাল্টা পুলিশের উপর গুলি চালায়। এতে পুলিশও জবাব দিলে ত্রিমুখী বেশ কিছুক্ষণ বন্দুকযুদ্ধ চলে।
তিনি আরো বলেন, বন্দুকযুদ্ধ থেমে গেলে ঘটনাস্থল থেকে পুলিশ আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে পুলিশ তার নামপরিচয় জানাতে পারেনি। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি বিদেশি পিস্তল, ২টি পিস্তলের ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি ও ৮শ পিস ইয়াবা উদ্ধার করেছে।
এদিকে দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, মঙ্গলবার দিনগত রাতে দৌলতপুর উপজেলার মুসলিমনগর মাঠে দুই দল মাদকবিক্রেতাদের 'বন্দুকযুদ্ধের' খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে মদন (৪৫) নামে এক মাদকবিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি, ৯০০ পিস ইয়াবা ও ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।