আজ মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পী অদিতি মহসিন এবং অভীক দেব।
বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজিত হয়।
বর্তমানে বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে রবীন্দ্রনাথ ঠাকুরের গান রবীন্দ্র সঙ্গীত জনপ্রিয়করণের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের অন্যতম হলেন অদিতি মহসিন। তিনি ঢাকা শহরে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত ও সাহিত্যের প্রতি অত্যন্ত অনুরাগী একটি পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা প্রথম সঙ্গীতে তার উৎসাহ সৃষ্টি করেন এবং বুলবুল একাডেমী অব ফাইন আর্টসে ভর্তি করান। বিএএফএ থেকে রবীন্দ্র সঙ্গীত এ তার ডিপ্লোমা প্রাপ্তির পর বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মাদের অধীনে তিনি সঙ্গীত প্রশিক্ষণ অব্যাহত রাখেন। ১৯৯২ সালে অদিতিকে ভারত সরকার শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীত অধ্যয়নের জন্য পাণ্ডিত্য পুরস্কারে ভূষিত করেন।
অন্যদিকে ১৯৮৬ সালে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করেন অভীক দেব। মায়ের কাছে গানের চর্চা শুরু ছেলেবেলায়। রবীন্দ্রসংগীতের প্রথম গুরু রাসবিহারী চক্রবর্তী। ২০০৫ সাল থেকে রেজওয়ানা চৌধুরী বন্যার ‘সুরের ধারা’ সংগীত বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয়। ২০০৯ সালে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রতিযোগিতায় প্রথম মান অর্জন করেন। ২০১১ সালে চ্যানেল আই ও ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ‘নব গানে নব প্রাণে’ শীর্ষক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং বেঙ্গল ফাউন্ডেসনের ফেসবুক পেইজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।