Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

খাশোগির লাশ ফেরত চাইলেন বাগদত্তা হেতিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৭:২৯ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৭:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্কের ইস্তাম্বুল নগরীর সৌদি কনস্যুলেটে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক জামাল খাশোগির লাশ ফেরত চেয়েছেন তার বাগদত্তা হেতিস চেঙ্গিস। সোমবার লন্ডনে খাশোগির স্মরণে আয়োজিত শোকসভায় আবেগঘন বক্তব্যে হেতিস খাশোগির হত্যাকারীদের পাশাপাশি হত্যার নির্দেশদাতাদেরও শাস্তি দাবি করেছেন তিনি। সোমবার লন্ডনে খাশোগিকে নিয়ে আয়োজিত এক শোকসভায় এসব কথা বলেন তিনি। 

মধ্যপ্রাচ্য বিষয়ক ব্রিটিশ সংস্থা মিডল ইস্ট মনিটর ও আল শার্ক ফোরাম জামাল খাশোগিকে নিয়ে সোমবার লন্ডনে একটি শোকসভার আয়োজন করে। খাশোগির বাগদত্তা হেতিস চেঙ্গিস সেখানে বক্তব্য দেন তার। 

খাশোগির লাশের তথ্য প্রকাশের জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে দাবি জানান হেতিস। 

হেতিস বলেন, আমি মনে করি খাশোগির লাশ কোথায় আছে তা জানে সৌদি আরব। আমার দাবির জবাব দেওয়া উচিত সৌদির। এটা শুধু একজন বাগদত্তার দাবিই নয়, এটা একটি মানবিক দাবিও।

Bootstrap Image Preview