মাদারীপুর সদর উপজেলা মহিষেরচর এলাকায় সাউথ আকন (২৮) নামে এক মাদক ব্যবাসীয় অভিনব কাণ্ড ঘটিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর এলাকার সাউথ আকন নামে এক মাদক ব্যবাসীর কাছে মাদক রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় মাদারীপুর সদর থানা পুলিশ অভিযান চালায় সাউথের বাড়িতে। পুলিশের টের পেয়ে সাউথ পুরো ঘরের টিনে বিদ্যুতায়িত করে রাখেন। এ সময় পুলিশ ঘরের দরজা ধাক্কা দিলে বিদ্যুতে শর্ট করে। পরে বিদ্যুতের লাইন বন্ধ করে গ্রেফতার করা হয় সাউথকে। উদ্ধার করা হয় ১৫০ পিস ইয়াবা। গ্রেফতার সাউথ একই এলাকার ইদ্রিস আকনের ছেলে।
মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, সাউথকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে।