Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দাহ্য পদার্থ দিয়ে গৃহবধূর শরীর ঝলসে দিল দুর্বৃত্তরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ১০:৫১ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ১০:৫১ PM

bdmorning Image Preview


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে দৃর্বৃত্তের দাহ্য পদার্থ নিক্ষেপে রিমা খাতুন (১৮) নামের এক গৃহবধূর শরীর ঝলসে গেছে। দগ্ধ অবস্থায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রিমা নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামের রাকিব হাসানের স্ত্রী।

জানা গেছে, রবিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে গৃহবধূ রিমা খাতুন তার ঘরে মাথায় চিরুনি করছিল। এমতাবস্থায় সে তার পিঠে আগুন জ্বলে উঠতে দেখে। তখন সে চিৎকার করলে তার পরিবারে লোকজন এসে আগুন নিভিয়ে দেয়। পরে তাকে দগ্ধ অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে।

গৃহবধূ রিমা খাতুনের শ্বশুর আক্কাস আলী জানান, আমার পুত্রবধূ ঘরেই ছিল। কে-বা কারা ঘরের জানালা দিয়ে তার শরীরে আগুন ছুড়ে মারে। এতে তার পিঠসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

Bootstrap Image Preview