Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কারাগারে খাটের পাশাপাশি চেয়ার-টেবিল পাবেন ব্যারিস্টার মইনুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০১:০৮ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০১:৩৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


কারাবন্দী ব্যারিস্টার মইনুল হোসেনকে প্রথম শ্রেণীর বন্দি মর্যাদা দেওয়ার বিষয়ে আদালতের নির্দেশনা পেলেই তাকে সে সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুব আলম। সোমবার (২৯ অক্টোবর) হাইকোর্ট মইনুলকে ডিভিশন দেওয়ার নির্দেশ প্রদান করেন আদালত।

মইনুল হোসেনের কারাগারে কী সুবিধা পাবে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) জেলার মাহবুব আলম বলেন, ‘তার ডিভিশন হয়েছে, আমরা বিভিন্ন গণমাধ্যমে নিউজ দেখছি। তবে এখনো আমাদের হাতে আদালতের নির্দেশনার কোনো কপি আসেনি। এলেই ডিভিশন দেওয়া হবে।’

মাহবুবের সঙ্গে কথা বলে জানা যায়, ডিভিশন সুবিধা নিশ্চিত হলে মইনুল হোসেনকে সাধারণ ওয়ার্ড থেকে একটি রুমে নেওয়া হবে। সেখানে খাটের পাশাপাশি চেয়ার-টেবিলও থাকবে। খাবার পরিবেশনেও তাকে সুবিধা দেওয়া হবে। আদালতের নির্দেশনার কপি কারাগারে আসার সাথে সাথে মইনুলকে ডিভিশন দেওয়া হবে বলে জানান জেলার।

প্রসঙ্গত, ১৬ অক্টোবর মধ্যরাতে একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে আলোচকদের একজন ছিলেন সাংবাদিক মাসুদা ভাট্টি। সেই টক-শোতে মাসুদা ভাট্টির প্রশ্নের জবাবে ব্যারিস্টার মইনুল বিরূপ মন্তব্য করেন।

এর জের ধরে ২১ অক্টোবর ঢাকায় মাসুদা ভাট্টি নিজে মানহানির একটি মামলা করেন। একইসঙ্গে রংপুরসহ সারাদেশে আর কয়েকটি মামলা হয়। রংপুরের ওই মানহানির মামলায় সম্প্রতি মইনুলকে গ্রেফতার করা হয়।

এরপর মইনুল তার ডিভিশনের জন্য আবেদন করলে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট তাকে এ সুবিধা দেওয়ার নির্দেশনা দেন।

Bootstrap Image Preview