Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পকে ছাড়াই মিটিংয়ে বসছে চার বিশ্বনেতা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৯:২১ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৯:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ট্রাম্পকে ছাড়াই তুরস্কে মিটিংয়ে বসছে চার বিশ্বনেতা। রবিবার তুরস্কের ইস্তাম্বুলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সিরিয়া পুনর্গঠন ও ইদলিব সঙ্কট সমাধানের লক্ষ্যে অনুষ্ঠিত সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোন ও জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঞ্জেলা মেরকেল অংশ নেন।

সম্মেলনের সিরিয়ার পুনর্গঠনের জন্য চার নেতা একমত পোষন করেন। এজন্য একটি পুনর্গঠন কমিটি গঠন করা হবে এবং চলতি বছরের শেষের দিকে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১১ সালের পর থেকে দীর্ঘ আট বছর চলমান যুদ্ধ শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, সিরিয়ায় একটি নতুন সংবিধান প্রণয়নের জন্য সম্মেলনের গুরুত্ব দেয়া হয়েছে। সিরিয়া কর্তৃপক্ষ এ সম্মেলনকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

Bootstrap Image Preview