Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় ইয়াবাসহ ২ যুবক আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৭:০৭ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৭:০৭ PM

bdmorning Image Preview


সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের সিংড়া উপজেলার বড় বারৈহাটি এলাকা থেকে ইয়াবাসহ শামীম ও মকিম নামে ২ যুবককে আটক করেছে র‌্যাব।

শনিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ৪৮৫ পিস ইয়াবাসহ তাদের আটক করে র‍্যাব-৫ সিপিসি-২ এর সদস্যরা।

আটককৃত শামীম সিংড়া পৌর শহরের কলেজপাড়া এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে এবং মুকিম উপজেলার বড় বারৈহাটি গ্রামের মৃত মোহাম্মদ বেগ এর ছেলে।

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল উপজেলার বড় বারৈহাটি গ্রামে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রিকালে মুকিম এবং শামীমকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জনসমক্ষে স্বীকার করে যে তারা এই ইয়াবা বিক্রি করে আসছিল। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়।

Bootstrap Image Preview