মিঠুন মাহমুদ।।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ২৫০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এ ভবনের উদ্বোধন করেন।
রবিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার দিকে এ উপলক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. খাইরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সাবেক বাণিজ্যমন্ত্রী দিলীপ পড়ুয়া, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি খুস্তার জামিন, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মনজু প্রমুখ।