Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিনের ৮০ জায়গায় ইসরায়েলি বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৫:১৩ PM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৫:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ফিলিস্তিনের হাসাস অধ্যুষিত গাজার ৮০টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার ভোর থেকে শুরু হওয়া হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।

ইসরায়েল বলছে, শুক্রবার রাতে ফিলিস্তিনিদের চালানো অন্তত ৩০টি রকেট হামলার জবাবে হামাসের নিরাপত্তা সদর দফতরসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে।

শুক্রবার গাজায় ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হন। ইসরাইলের দখলদারিত্ব থেকে নিজেদের মাতৃভূমি রক্ষায় গত ৩০ মার্চ থেকে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচি শুরু করেন ফিলিস্তিনিরা। ছয় মাসের বেশি সময় ধরে চলা এ বিক্ষোভে নিহতের সংখ্যা দুই শতাধিক ছাড়িয়েছে।

ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালানোর দায় স্বীকারকারী ফিলিস্তিনের ইসলামিক জিহাদ জানিয়েছে, শুক্রবারের হামলায় ৫ ফিলিস্তিনি নিহত হওয়ার জবাবেই রকেট হামলা চালিয়েছিল তারা।

হামাস শাসিত গাজার সশস্ত্র এ গ্রুপ ইসলামিক জিহাদ ইরান সমর্থিত। বিমান হামলার পর মিসর ভিত্তিক একটি পক্ষের মধ্যস্থতায় রকেট হামলা বন্ধে সম্মত হয় তারা।

Bootstrap Image Preview