Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় প্রশিক্ষণ পরবর্তী ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১১:৪০ AM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১১:৪০ AM

bdmorning Image Preview


নাটোরের সিংড়ায় ব্র্যাকের আয়োজনে ও ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে ওয়েল্ডিং শ্রমিকদের মান উন্নয়নে প্রশিক্ষণ পরবর্তী ফলোআপ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী উপজেলা কৃষি হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় শ্রমিকদের মাঝে নিরাপত্তা হেলমেট ও চশমা প্রদান করা হয়। শ্রমিকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের মান ও দক্ষতা উন্নয়ন সম্ভব।

উপজেলা ওয়েল্ডিং শিল্প বনিক সমিতির সভাপতি এমরান আলী রানা জানান, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, কারখানার পরিবেশের উন্নয়ন ও নিরাপত্তার সচেতনতায় এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

দক্ষতা ও উন্নয়ন কর্মসূচি- প্রগ্রেস ফিল্ড টেকনিক্যাল অফিসার ইব্রাহিম খলিলুল্লাহ এর সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, রিজওনাল ম্যানেজার আলম বিশ্বাস, সিংড়া উপজেলা ওয়েল্ডিং শিল্প বনিক সমিতির সভাপতি সাংবাদিক এমরান আলী রানা, ব্র্যাকের এরিয়া ম্যানেজার আইয়ুব আলী প্রমুখ।

Bootstrap Image Preview