Bootstrap Image Preview
ঢাকা, ২৬ সোমবার, মে ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আজ চীন যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ১১:০২ AM
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১১:০২ AM

bdmorning Image Preview
ফাইল ছবি


আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সাত দিনের সফরে চীন যাচ্ছেন। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আজ রবিবার দুপুরে বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তারা। এই সফরের নেতৃত্ব দিবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে এই প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ মন্ত্রী, নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন এবং চীন সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এবিএম রিয়াজুল কবীর কাওছার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, মেরিনা জাহান, রেমন্ড আরেং ও আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য তরুণ কান্তি দাস।

আগামী ৪ নভেম্বর প্রতিনিধি দল দেশে ফেরার কথা রয়েছে।

Bootstrap Image Preview