তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ১৮ জনকে জিজ্ঞাসাবাদ করবে তুরস্ক। এজন্য সন্দেহভাজনদের তুরস্কের কাছে হস্তান্তর করতে রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে আঙ্কারা।
শুক্রবার আঙ্কারায় তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির প্রাদেশিক নেতাদের সমাবেশে দেয়া ভাষণে এ আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। এদিকে খাসোগির বাগদত্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। অপরদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, খাসোগি হত্যাকাণ্ডের বিচার সৌদিতে হবে।
আঙ্কারায় সমাবেশে এরদোগান বলেন, সৌদি আরবে আটক ১৮ জনের মধ্যেই খাসোগির খুনি রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে চাইলে আটক ব্যক্তিদের তুরস্কের কাছে হস্তান্তর করা উচিত। জামাল খাসোগিকে হত্যার নির্দেশ কে দিয়েছে সৌদি আরবের কাছে তাও জানতে চেয়েছেন এরদোগান। একই সঙ্গে খাসোগির লাশেরও সন্ধান দাবি করেছেন তিনি।
ভাষণে এরদোগান জানান, তুর্কি তদন্তকারীদের কাছে খাসোগি হত্যাকাণ্ডের অনেক প্রমাণ রয়েছে। যেগুলো এ পর্যন্ত প্রকাশ করা হয়েছে তার চেয়েও বেশি তথ্য তাদের কাছে রয়েছে। সময় হলে সেগুলো প্রকাশ করা হবে। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, খাসোগি হত্যার স্থানীয় সহায়তাকারীদের পরিচয় প্রকাশ করতে হবে সৌদি আরবকে। খুনি স্কোয়াড তুরস্কে আসার নির্দেশ কে দিয়েছে তুরস্ক তা জানতে চায়।
ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিলেন খাসোগির বাগদত্তা : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন জামাল খাসোগির বাগদত্তা হেতিজে জেঙ্গিস। এই তুর্কি নারী জানিয়েছেন, ট্রাম্প তাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালে তিনি তা ফিরিয়ে দিয়েছেন। খাসোগি হত্যাকাণ্ড তদন্তের ব্যাপারে ট্রাম্প আগ্রহী নন বলেও অভিযোগ করেন হেতিজে। টার্কিশ টিভিকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনমতকে প্রভাবিত করতে ট্রাম্প এই আমন্ত্রণ জানিয়েছেন। এজন্য তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
খাসোগি হত্যাকারীদের বিচার সৌদিতে হবে : সৌদি আরবের মাটিতেই সাংবাদিক খাসোগি হত্যাকারীদের বিচার হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর। তুরস্ক খাসোগি হত্যায় সন্দেহভাজন ১৮ জনকে প্রত্যার্পণের দাবি জানানোর একদিন পর শনিবার সৌদি আরব এ কথা বলল।
জুবেইর বলেন, প্রত্যার্পণের ইস্যুটির ক্ষেত্রে ওই ব্যক্তিরা সৌদি নাগরিক। তারা সৌদি আরবে আটক আছে, তদন্ত সৌদি আরবে হচ্ছে এবং তাদের বিচার সৌদি আরবেই হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক লৌহবর্ম দিয়ে সুরক্ষিত। খাসোগি হত্যাকাণ্ডে সৌদি সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসার পর রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে টানাপড়েনের যে খবর বেরিয়েছিল তাকে ‘গণমাধ্যমের হিস্টিরিয়া’ বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির প্রশংসা করে সৌদিমন্ত্রী বলেন, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত। যা আরব উপসাগরীয় দেশগুলো সমর্থন করতে পারে।
তুর্কি বাগদত্তার সঙ্গে বিয়ের প্রয়োজনীয় কাগজপত্র আনতে ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছানির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাসোগি। শুরুতে অস্বীকার করলেও ১৯ অক্টোবর সৌদি হত্যার কথা স্বীকার করে। হত্যায় জড়িত সন্দেহে এ পর্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তা সৌদ আল-কাহতানিসহ পাঁচজনকে বরখাস্ত ও ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।