Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওমান সফরে নেতানিয়াহু, ইরানের তীব্র নিন্দা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৭:৩৭ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৭:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওমান সফরের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। গত বৃহস্পতিবার ওমানের সুলতান কাবুসের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। মাস্কাটের আল-বারাকা প্রাসাদে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপের মুখে মধ্যপ্রাচ্যে নতুন করে দুঃখ-দুর্দশা সৃষ্টি করার সুযোগ দেয়া এ অঞ্চলের মুসলিম দেশগুলোর উচিত নয়।

শুক্রবার ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে বাহরাম কাসেমি এ মন্তব্য করেন। কাসেমি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজের সাত দশকের দখলদারিত্বকে ধামাচাপা দিয়ে রাখতে চায় ইহুদিবাদী এ রাষ্ট্রটি।

বাহরাম কাসেমি বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে মুসলমানদের প্রথম কেবলা জবরদখলকারী ইসরাইলকে স্বীকৃতি দেয়ার জন্য মুসলিম দেশগুলোর ওপর চাপ বেড়ে গেছে।

ওমানের বার্তাসংস্থাগুলো জানিয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাস্কাট সফরে গিয়ে ওমানের সুলতান কাবুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দ্বিপক্ষীয় বিষয়াদির পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি বিশেষ করে কথিত শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

Bootstrap Image Preview