ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল শুক্রবার ফিলিস্তিনিদের ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচিতে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে আহত হয়েছে আরও ১৭০ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নিহতরা হলেন-মোহাম্মদ আব্দুল নাব্বি, নাসের আবু তায়েম, আহমেদ আবু লেবদা, আয়েশ শাথ ও নাসের আবু তিম।
প্রসঙ্গত, ইসরায়েলি অবরোধ ও নিজ ভূখণ্ডে ফেরার দাবিতে ফিলিস্তিনিরা টানা ৩১ সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছে। এই বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ২১৭ ফিলিস্তিনি নিহত হয়েছে।