Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঘরজামাই স্বামীর থানায় আত্মসমর্পণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৯:৩০ AM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৯:৩০ AM

bdmorning Image Preview


রাজশাহীতে জুলফিকার আলী জুয়েল (২২) নামে এক যুবক বটি দিয়ে তার স্ত্রীর হাত কেটে ফেলেছেন। ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শিরোইল পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত জুয়েলের স্ত্রী মিম আক্তারকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিমের বাবার নাম মো. আক্তারুজ্জামান।

নগরীর বোয়ালিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নিত্যপদ দাস জানান, জুয়েল শ্বশুরবাড়িতেই থাকতেন। পারিবারিক বিরোধের জেরে বেলা ১১টায় জুয়েল তার স্ত্রী মিমের হাত কেটে ফেলেন। পরে তিনি থানায় এসে আত্মসমর্পণ করেন।

এ ঘটনায় তার শ্বশুর আক্তারুজ্জামান বাদী হয়ে জামাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন। আসামি জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Bootstrap Image Preview