Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

জামালপুরে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৩:৪৯ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় এক ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ তিন ‘মাদক বিক্রেতাকে’ গ্রেফতার করেছে র‌্যাব।   

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সরিষাবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার জঙ্গলপাড়া দিয়াবাড়ির শামসুদ্দিনের ছেলে আছিবুর রহমান তারা (৩২), বেলটিয়া খপিবাড়ির মো. বুলবুল আহম্মেদের ছেলে মো. জাহিদ হাসান (১৯) এবং শাহবাজপুর গ্রামের মো.আইউব উদ্দিনের ছেলে মো. স্বপন মিয়া (২০)। 

আজ শুক্রবার র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। 

সংবাদ সম্মেলনে বলা হয়, সরিষাবাড়ি রেলস্টেশন সংলগ্ন পশ্চিম পাশে অভিযান চালিয়ে তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করে র‌্যাব। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। 

Bootstrap Image Preview