Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে কারণে তালেবানের শীর্ষ কমান্ডারকে মুক্তি দিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০১:১৯ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০১:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তালেবানের শীর্ষ কমান্ডার মোল্লা বারাদারকে মুক্তি দিয়েছে পাকিস্তান। মার্কিন সরকারের অনুরোধে কথিত শান্তি আলোচনার ক্ষেত্রে আস্থার পরিবেশ বজায় রাখতে এ ব্যবস্থা নিয়েছে পাকিস্তান।

বৃহস্পতিবার তালেবানের এক মুখপাত্র এ তথ্য জানান।

মোল্লা বারাদার ছিলেন তালেবানের সাবেক প্রধান মোল্লা ওমরের ডান হাত। তিনি পাকিস্তানের কারাগারে আট বছর আটক ছিলেন। কাতারের রাজধানী দোহায় আমেরিকা ও তালেবানের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত হওয়ার পর মোল্লা বারাদারকে মুক্তি দেয়া হয়।

দুই সপ্তাহের একটু কম সময় আগে মার্কিন প্রতিনিধি জালমে খলিলজাদ ‘শান্তি চুক্তি’র লক্ষ্য নিয়ে কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আলোচনা করেন।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জানিয়েছেন, মোল্লা বারাদারকে গতকাল বিকালে মুক্তি দেয়া হয়েছে এবং তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন

Bootstrap Image Preview