সিরাজগঞ্জের চৌহালীতে জে এস সি, জে ডে সি ও নবম শ্রেণির পরীক্ষা সুন্দর পরিবেশে গ্রহণের নিমিত্বে কেন্দ্র সচিব, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকমন্ডলীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
আজ বুধবার সকালে চৌহালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কাশেম ওবাইদ এর সভাপতিত্বে কেন্দ্র সচিব ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু নজির মিয়ার পরিচালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, খাষকাউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মোঃ আশরাফ আলীসহ কেন্দ্র সচিব, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ ৷
ওসি মোঃ জাহাঙ্গীর আলম বলেন, সুশিক্ষাই জাতীর মেরুদন্ড, আর এ বিষয়টিকে প্রাধান্য দিয়েই হলে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো কমতি থাকবে না ৷ আপনারা নকল ও স্বজন প্রীতি বন্ধ রাখবেন তাহলে আপনারা ভালো থাকবেন, পরীক্ষা কেন্দ্র স্বচল থাকবে৷
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার আর এ সরকারের ভাবমূর্তি খুন্য হয় এমন কোনো পরিবেশ সৃষ্টি করা হলে তাকে ক্ষমা করা হবে না৷ পরীক্ষার হলে কেন্দ্র সচিব ব্যতীত কোনো শিক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না ৷
তিনি আরো বলেন, যমুনা বিধস্ত চরাঞ্চলের মানুষের মূল সম্পদ শিক্ষা ৷ সুশিক্ষা দিয়ে ছাত্র/ছাত্রীদের গড়ে তোলার আহ্বান জানান তিনি ৷