Bootstrap Image Preview
ঢাকা, ২৬ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোল ও শার্শায় ৫৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৮:৫৫ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৮:৫৫ PM

bdmorning Image Preview


বেনা‌পোল প্র‌তি‌নি‌ধি:

যশোরের বেনাপোল ও শার্শা সীমান্ত থে‌কে পৃথক অভিযানে ৫৮ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি তারা।

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে বেনাপোল সীমান্তের গাতিপাড়া বালুর মাঠ ও শার্শার শালকোনা সীমান্ত থেকে এসব ওষুধ জব্দ করা হয়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জান‌তে পে‌রে, বেনাপোল চেকপোস্ট গাতিপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী তার পেছনের কার্টুন ফেলে মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে কার্টুন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩৭ লাখ টাকা।

অপরদিকে, শার্শার শালকোনা বিজিবি ক্যাম্পের একটি বিশেষ অভিযানে শালকোনা সীমান্ত হতে আনুমানিক ২১ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

জব্দকৃত ওষুধগুলো কাস্টমসে জমা করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview