জাতীয় নাগরিক পঞ্জী সংশোধনী বিলের বিরোধিতা নিয়ে আসামে আজ মঙ্গলবার ১২ ঘণ্টার হরতাল পালন করছে ৪৪টি সংগঠন। হরতালের কারণে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
কৃষক মুক্তি সংগ্রাম সমিতি বা কেএমএসএস এবং আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ বা এজেওয়াইসিপি–র নেতৃত্বে চলছে এই হরতাল। কেএমএসএস–এর নেতা অখিল গগৈ বলেন, বিজেপি শাসিত সরকারের আমলে রাজ্যের আদি জনজাতিদের স্বার্থ রক্ষার্থেই এই হরতাল। আগামী মাসের ১৭ তারিখ বিলের সমর্থনে রাজ্যের বাঙালি হিন্দুদের সম্মেলনের বিরোধিতা করে গগৈ দাবি করেছেন, সরকার যেন হিন্দু বাঙালিদের ওই মিছিল এবং সম্মেলনের অনুমতি না দেয়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিপুল সংখ্যক আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। এদিকে আসামের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই হরতালকে বেআইনি বলে মন্তব্য করেছেন।
এদিকে, জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি–তে নাম না থাকায় এবং বিদেশি বলে চিহ্নিত হওয়ায় রবিবার গুয়াহাটিতে এক অবসরপ্রাপ্ত শিক্ষক আত্মহত্যা করেছেন। নীরোদবরণ দাস নামে ৭৪ বছরের ওই বৃদ্ধ গত ৩৪ বছর আসামের একটি সরকারি স্কুলে শিক্ষকতা করেছিলেন। অবসর গ্রহণের পর তিনি ওকালতি করতেন।