Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শিমলার নাম পরিবর্তন হচ্ছে না

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০২:২৪ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০২:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের হিমাচল প্রদেশের শিমলা জেলার শিমলার নাম পরিবর্তন হচ্ছে না। জেলার নাম পরিবর্তন হতে পারে বলে বেশ কয়েকদিন ধরে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছিল। তবে হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন-শিমলা জেলার নাম পরিবর্তন হচ্ছে না।

মুখ্যমন্ত্রী বলেন, শিমলার নাম পরিবর্তন করার জন্য একাধিক মহল থেকে পরামর্শ এসেছে। আমরা সবকটি প্রস্তাব গুরুত্ব সহকারে শুনেছি। এটা সরকারের কর্তব্যের মধ্যেই পড়ে। কিন্তু, কখনো মনে হয়নি, নাম পরিবর্তনের খুব একটা প্রয়োজন আছে। শিমলা জেলার নাম তাই 'শ্যামলা' হচ্ছে না।

এর আগে বিষয়টি নিয়ে কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, শিমলার নাম পরিবর্তনে যে তত্‍‌পরতা শুরু হয়েছে, তার মধ্যে কোনো সারবত্তা নেই। এই পদক্ষেপকে সমর্থন করা যায় না।

Bootstrap Image Preview