সরকারি নির্দেশ অমান্য করে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শামুরবাড়ির কাছে পদ্মায় মা ইলিশ ধরার সময় অভিযানকালে পুলিশের সি-বোটে জেলেরা গুলি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাদের গুলিতে পুলিশকে বহন করা সি-বোটের চালক আল আমিন গুলি বিদ্ধ হয়।
মঙ্গলবার সকাল ৮টায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
আহত সি-বোটের চালক আল আমিনকে শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরমান জানান, মাওয়া নৌপুলিশের টহল টিম ইলিশ ধরার সময় জেলেদের কাছে যেতে চাইলে তারা এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে সি-বোটের চালক আল আমিনের পায়ে গুলি লাগে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে জেলেরা ট্রলার নিয়ে পালিয়ে যায়।