Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উত্তপ্তের মাঝেই ভারত-চীনের নিরাপত্তা চুক্তি সই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ১১:০১ AM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ১১:০১ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং চীনের স্টেট কাউন্সিলর তথা নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ঝাও কেঝি এই প্রথম একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা সংক্রান্ত চুক্তিতে সই করলেন। ভারত ও চীনের মধ্যকার উত্তপ্ত সম্পর্কের মাঝেই এ চুক্তি হলো।

এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, সন্ত্রাস দমন, সংগঠিত অপরাধ, মাদক চোরাচালানের মত ক্ষেত্রগুলোতে দু’দেশের মধ্যে সহযোগিতা এবং আলোচনা বাড়ানোর জন্য এই চুক্তি খুবই কার্যকরী।

তবে চুক্তিতে ঠিক কী রয়েছে, তা নিয়ে বিশদে মুখ খোলেনি ভারত অথবা চীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শুধু বলা হয়েছে, নিরাপত্তা ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর একটি বিস্তীর্ণ জায়গা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে সেই জায়গাটিকেই বিস্তৃত করা হবে।

Bootstrap Image Preview