Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৮, ০৬:৪৩ PM
আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ০৬:৪৩ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের চুনারুঘাটে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। 

সোমবার (২২ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের আব্দুস সালামের ছেলে আবুল কাশেম, আব্দুল হাশিমের ছেলে পারভেজ হোসেন রুবেল ও মুসলিম উল্যার ছেলে আশরাফুল আলম জুয়েল।

র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৫২টি ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। 

Bootstrap Image Preview